জনাব মোঃ তাজনুর ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের “চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার” হিসেবে ০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে যোগদান করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৩৩তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ইতিপূর্বে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় , শিক্ষা মন্ত্রণালয়, সিএজি কার্যালয়, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর, পরিবহন অডিট অধিদপ্তর, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) পে-২ এর কার্যালয়, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (প্রতিরক্ষা ক্রয়) এর কার্যালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) , এমএসসি এবং ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে “ডেভেলপমেন্ট ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স” বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেছেন।